বণ্যপাখির প্রতি ভালবাসা!

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৬:০১ পিএম, রোববার, ১৮ সেপ্টেম্বর ২০২২ | ৫৯৫

শনিবার বিকেল ৪ টা। চিতলমারীর কুনিয়া বাসস্ট্যান্ড থেকে তথ্য সংগ্রহ শেষে উপজেলা সদরে ফিরছিলেন ছয় সাংবাদিক। মোটরসাইকেলযোগে নালুয়া বাজারের পৌঁছাতেই চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি দেবাশিষ বিশ্বাসের চিৎকার, সকলে সাইকেল থামাও। এক সাথে তিনটি মোটরসাইকেলের ব্রেক করতেই দেবাষিশ হাত উচু করে দেখিয়ে বললেন, ‘দেখ খাঁচায় বন্দি ঘুঘু পাখি। ওদের অবমুক্ত করতে হবে।’ সকল সাংবাদিক মিলে ছুটে যাই পাখি শিকারী সিরাজ শেখের কাছে। কিন্তু বন থেকে ধরে আনা পাখি ছাড়তে নারাজ শিকারী সিরাজ। পরে চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ৮টি ঘুঘু ২০০ টাকা দিয়ে কিনে খোলা আকাশে অবমুক্ত করেন এবং শিকারীকে অন্য পেশায় যুক্ত হওয়ার পরামর্শ দেন। এ সময় উপস্থিত সকলে বণ্য পাখির প্রতি সাংবাদিক দেবাশীষের ভালবাসা দেখে তাঁকে ধন্যবাদ জানান।


এ ব্যাপারে চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি দেবাশিষ বিশ্বাস বলেন, ‘হয়তো ওই পাখিদের বাসায় ডিম বা ছোট্ট বাচ্চা রয়েছে। ওদের খাঁচায় বন্দি দেখে আমার খুব মায়া হয়েছে। এ জন্য শিকারীর কাছ থেকে কিনে ওদের খোলা আকাশে ছেড়ে দিয়েছি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত