রামপালে জমি সংক্রান্ত বিরোধে মা-ছেলেকে মারপিটের অভিযোগ 

রামপাল প্রতিনিধি

আপডেট : ০৮:৩১ পিএম, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২ | ৩২৭

রামপালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মা ও ছেলেকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী লাকি বেগম (৪০) রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার গিলাতলা গ্রামের আল আমীন শেখের স্ত্রী লাকি বেগম ৩ বছর পূর্বে ২ শতাংশ জমি ক্রয়ের জন্য একই এলাকার হায়দার মল্লিককে ৫০ হাজার টাকা দেন। হায়দার মল্লিক জমি না দিয়ে লাকিকে ঘোরাতে থাকেন। এক পর্যায়ে শুক্রবার সকাল ৭ টার সময় লাকি হায়দার মল্লিকের কাছে জমি লিখে দিতে বললে হায়দার মল্লিক, অভি মল্লিক, ইমরান মল্লিক ও আলী আশ্বাফ মল্লিক বেধড়ক মারধর করে লাকিকে। এ সময় ঠেকাতে গেলে পুত্র শেখ শরিফকে ও মারধর করে। এতে তারা আহত হন। ওই সময় লাকির কানের দুল ছিনিয়ে নেয়।
এ বিষয়ে অভি ও হায়দার মল্লিক জানান, ঘটনা সত্যি না। অহেতুক আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে। ভুক্তভোগী লাকি রামপাল থানা পুলিশের জোর হস্তক্ষেপ কামনা করেছেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত