রামপালে গ্রীষ্মকালীন ৪৯ তম জাতীয় স্কুল ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন 

রামপাল প্রতিনিধি

আপডেট : ০৭:৪৯ পিএম, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২ | ৩৬৪

রামপাল ৪৯ তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শনিবার বিকালে উপজেলার ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এসব খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপদের মাঝে পুরষ্কার ও সনদ বিতরণ করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু, ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, ওসি মোহাম্মদ সামসুদ্দীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল হক, বাশতলী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল, উপজেলা একাডেমিক সুপারভাইজার, ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বিষ্ণুপদ বিশ্বাস, শ্রীফলতলা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহিদুল হক, ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী জাহাঙ্গীর আলম, প্রভাষক মোস্তফা কামাল পলাশ, যুবলীগ সাধারণ সম্পাদক মনির আহমেদ প্রিন্স প্রমুখ।
খেলায় ফুটবল, কাবাডি ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে বালিকা বিভাগে ট্রাইব্রেকারে পেড়িখালী মডেল মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে ফায়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। অপর খেলায় বালক বিভাগে ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে গিলাতলা সরকারি মাধ্যমিক বিদ্যালয়। কাবাডিতে ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। দাবায় বালক ক বিভাগে ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে ফায়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। খ বিভাগে ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে গিলাতলা সরকারি মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। বালিকা ক বিভাগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাদিরখোলা মাধ্যমিক বিদ্যালয়কে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। বালিকা খ বিভাগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়কে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। খেলা পরিচালনা করেন মো. কামরুল ইসলাম, মো. নাহিদুল হক, মো. নূর ইসলাম, শেখ সাহারুল ইসলাম।
খেলায় বিপুল সংখ্যক দর্শক এ এলাকাবাসী ক্রীড়া নৈপুণ্য উপভোগ করেন। খেলা শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও অন্যান্য কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত