ফকিরহাটে মৎস্যজীবিদের তালিকার গণশুনানি শুরু

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ১২:১২ এএম, বুধবার, ২৪ আগস্ট ২০২২ | ৩৪০

ফকিরহাট উপজেলার প্রকৃত মৎসজীবি বা জেলেদের তালিকা হালনাগাদ করার লক্ষ্যে বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদে সোমবার (২৩আগষ্ট) দুপুরে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের মাধ্যমে উপজেলার ৮টি ইউনিয়নে এ তালিকা করা হবে। বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকিরের সভাপতিত্বে গণশুনানি সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কণা দাস।

সভায় সর্বসাধারণের উপস্থিতিতে জেলে পেশা পরিবর্তনকারীদের স্থলে নতুন জেলে পেশায় প্রবেশকারীদের অন্তর্ভূক্তকরণ, প্রকৃত জেলে যাচাই-বাছাইকরণ সহ পূর্বের জেলে তালিকা হালনাগাদ করা হয়।


গণশুনানি অনুষ্ঠানে মানসা-বাহিরদিয়া ইউনিয়নের ৮১জন জেলে, ৯ ওয়ার্ডের ইউপি সদস্য, ৩জন সংরক্ষিত মহিলা সদস্য, মৎস্য অফিসের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন জানান, বাগেরহাট জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী প্রকৃত জেলেদের তালিকা হালনাগাদ কাজ আগামী ৩১ আগস্ট পর্যন্ত ৮ ইউনিয়নে চলবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত