জাতীয় শোক দিবস উপলক্ষে

বাগেরহাটে বিনামূল্যে শিক্ষার্থীদের চক্ষু পরীক্ষা

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৯:১১ পিএম, রোববার, ১৪ আগস্ট ২০২২ | ৫৪৮

বাগেরহাটে সরকারি উচ্চবিদ্যালয়ের ২দিন ব্যাপী ৫শতাধিক শিক্ষার্থীদের বিনা মূল্যে চক্ষু পরীক্ষা করা হয়েছে। শনিবার সকালে ও রবিবার দুপুরে বিদ্যালয়ের সম্মেলন কক্ষে বিনা মূল্যে শিক্ষার্থীদের চক্ষু পরীক্ষা করা হয়। ‘সাইট সেভার্স’ সহযোগিতায় ও বাগেরহাট সরকারি বালক ও বালিকা উচ্চবিদ্যালয় অভিভাবক ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত চক্ষু পরীক্ষার উদ্ভোধণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অভিভাবক ফোরামের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, 'দৃষ্টিদান'-এর প্রকল্প কর্মকর্তা কাজী সাইদুর রহমান সবুজ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার বিশ^াস, অভিভাবক ফোরামের সহ-সভাপতি আসমাতুল ফাতিমা ময়না ও নবীর উদ্দীন হাওলাদার, সাধারণ সম্পাদক কল্লোল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেন, কোষাধ্যাক্ষ এস এম রাজ, 'দৃষ্টিদান'-এর ইনক্লুশন অফিসার মো: শফিকুল ইসলাম, রিফ্রাকশনিষ্ট সালমা আক্তার, সহকারী নার্স ফাতেমা খাতুন সহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

১৫আগস্ট শোক দিবস উপলক্ষ্যে 'দৃষ্টিদান' চক্ষু হাসপাতালের পক্ষ থেকে বিনা মূল্যে সরকারি উচ্চ বিদ্যালয়ের দুই শিফটের ৫শতাধিক শিক্ষার্থীর বিনা মূল্যে চক্ষু পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসাপত্র প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত