ফকিরহাটে ৮ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হলো মাহিন্দ্রা

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ১১:৫১ পিএম, বুধবার, ২০ জুলাই ২০২২ | ৩৫৫

ফকিরহাটে স্থায়ী ভাবে মাহিন্দ্রা স্ট্যান্ড না থাকায় জনবহুল ও ব্যস্ততম সড়কের পাশে মাহিন্দ্রা দাড় করিয়ে যাত্রী উঠানো ও নামানো হয়ে থাকে। যে কারনে অনেক সময় এসব স্থানে যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন এর বিষয়টি দৃষ্টি গোচর হয়। ফলে এদিন তিনি সড়কের পাশে দাড়িয়ে থাকা মাহিন্দ্রার চারজন চালকের নিকট থেকে মাহিন্দ্রার চাবি নিয়ে আসেন। এসময় তিনি মাহিন্দ্রা চালকদের বিভিন্ন নির্দেশনা ও বিধিনিষেধ প্রদান করেন। এদিকে পরবর্তীতে মাহিন্দ্রার চাবি নিয়ে আসার কথা জানিয়ে দেন। কিন্তু বুধবার সকাল থেকে চালকরা বিভিন্ন সড়কে মাহিন্দ্রা চলাচল বন্ধ করে ক্ষোভ প্রকাশ করেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেনের সাথে মাহিন্দ্রা মালিক সমিতির এক আলোচনা সাপেক্ষে পুনরায় দুপুর ১টার পর থেকে বিভিন্ন সড়কে মাহিন্দ্রা চলাচল শুরু করে।


এ সময় মাহিন্দ্রা মালিক সমিতির সভাপতি শেখ ছরোয়ার হোসেন, লাইন সম্পাদক আ. ছালাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অন্য কোন স্থান নির্ধারন করে মাহিন্দ্রা স্ট্যান্ড করার বিষয় আলোচনা করা হয়। অপরদিকে, প্রায় ৮ঘন্টা মাহিন্দ্রা চলাচল বন্ধ থাকায় যাত্রী সাধারনের কিছুটা দুর্ভোগ পাহাতে হয়েছে বলে অনেকে জানিয়েছেন। তবে শুধুমাত্র ফকিরহাট মাহিন্দা চালকরা ছাড়া অন্য এলাকার মাহিন্দ্রা চলাচল করেছে বলে ফকিরহাট মাহিন্দ্রা মালিক সমিতি জানিয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত