নিরাপদ সবজি উৎপাদনের লক্ষ্যে 

অর্গানিক বেতাগায় কৃষক মাঠ দিবস

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৯:২৫ পিএম, রোববার, ৩ জুলাই ২০২২ | ৪৬৮

ফকিরহাট উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ২০২১-২২অর্থ বছরে খরিদ-০১ মৌসুমে ক্লাইমেট স্মাট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরির্বতন অভিযোজন প্রকল্প এর আওতায় লবন সহিষ্ণু নিরাপদ সবজি চাষের উপর কৃষক মাঠ দিবস অর্গানিক বেতাগায় অনুষ্ঠিত হয়েছে।


কৃষক দেবাতুষ কুমার দাশ (ফটিক) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোসাঃ নুসরত জাহান।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার মন্ডল এর সঞ্চলনায় এতে অন্যান্যের মধ্যে সবজি চাষের উপর আরো বক্তৃতা করেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সোলায়মান মন্ডল, বিপুল কুমার পাল ও কৃষক তরিকুল ইসলাম প্রমুখ।


পরে ৬০জন কৃষক,কৃষাণীকে রাজস্ব খাতের বাস্তবায়িত বি-ধান-৯৯ এর উপর বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় কৃষক,কৃষাণী জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ সুশীল সমাজের বিভিন্ন ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত