সম্প্রীতি সুরক্ষা ধর্মের প্রধান অঙ্গ

শিশুদের পরমত সহিষ্ণু উন্নত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৮:২২ পিএম, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২ | ৮১৫

সম্প্রীতি সুরক্ষা ধর্মের প্রধান অঙ্গ। ধর্ম জীবনকে পরিশিলিত করে। মানবিক মানুষ হতে সহায়তা করে। সকল ধর্মই মানুষের কল্যাণের পথ দেখায়। তাই ধর্মে সন্ত্রাস, হানাহানি বা জঙ্গীবাদের কোন স্থান নেই। নৈতিক শিক্ষার আলোকে শিশুদের পরমত সহিষ্ণু উন্নত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। গতকাল দিনব্যাপী মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক সমন্বয় সভায় বক্তারা একথা বলেন।

বাগেরহাট দশানী সার্ব্বজনিন মন্দির প্রাঙ্গনে অনুষ্টিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, এ প্রকল্পের উপ-পরিচালক শ্রী মদন চক্রবর্ত্তী। ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের অধিনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের আওতায় বাগেরহাট জেলা কার্যালয়ের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, সহকারী পরিচালক শ্রী নকুল কুমার বর্মন। সন্মানিত অতিথির হিসেবে বক্তব্য দেন, বরিশাল বিভাগীয় মাস্টার ট্রেইনার শ্রী নিপুন মন্ডল, বাগেরহাট প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি বাবুল সরদার, শিববাড়ি মন্দিরের সম্পাদক প্রদীপ বসু সন্তু, দশানী মন্দিরের সম্পাদক মোহনলাল হালদার, প্রভাষক চন্দন কুমার দাস, শিব সজল যিশু ঢালী। এছাড়া শিক্ষক মিতা বিশ^াস, পুষ্প রানী মন্ডল, রিমা বড়াল, সীমা অধিকারী, দেবী রানী প্রমুখ প্রকল্পের বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন।

প্রধান অতিথি মদন চক্রবর্ত্তী বলেন, স্কুলসংলগ্ন এলাকার মানুষ যেন মনে করেন, এ স্কুলটি তাঁদের নিজস্ব স্কুল। স্থানীয়দের সহযোগীতায় মন্দির ভিত্তিক স্কুলের কার্যক্রম আরও গতিশীল করতে হবে। মন্দির ভিত্তিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। এ জন্য সকল শিক্ষককে আরও আন্তরিক এবং যথাযথ উদ্যোগ গ্রহন করতে হবে।”

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত