বাগেরহাটে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৯:৪৩ পিএম, শুক্রবার, ২৪ জুন ২০২২ | ৪১৮

বাগেরহাটে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে করনীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে শহরের ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল ইসলাম।

ইসলামিক ফাউন্ডেশন বাগেরহাটের উপ পরিচালক আল-ফারুক এর সভাপতিত্বে আলোচনা সভায় বাগেরহাট কামিল মাদ্রাসার অধ্যক্ষ শেখ আবুল কালাম আজাদ, প্রশাসনিক কর্মকর্তা শেখ মোঃ রুমিহ দেড় শতাধিক মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।


সভায় সন্ত্রাস ও জঙ্গীবাদের কুফল ও প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


আলোচনা সভা শেষে একই স্থানে বাগেরহাটে প্রশিক্ষন প্রাপ্ত ইমামদের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইমাম সম্মেলনে বাগেরহাট জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, ফিল্ড অফিসার মোঃ মাসুম বিল্লাহ্সহ জেলার ৯টি উপজেলার প্রশিক্ষন প্রাপ্ত ইমাম ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত