বাগেরহাটে গ্রামীণ ব্যাংক কর্মীদের মিলন মেলা

স্টাফ রিপোর্টার

আপডেট : ১১:৪৪ পিএম, শনিবার, ১১ জুন ২০২২ | ৩৫৯

বাগেরহাটে নোবেল বিজয়ী ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক কর্মীদের মহামিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুন) দুপুরে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাগেরহাট শহরের শালতলা মোড়স্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে পিরোজপুর জোনের আয়োজনে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন, গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. একেএম সাইফুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুর রহিম খান।


পিরোজপুর জোনের ম্যানেজার মাহবুবুল মোস্তফার সভাপতিত্বে এসময় আরও বক্তব্য দেন, জোনাল অডিট অফিসার মোঃ আব্দুস সাত্তার, এরিয়া ম্যানেজার দিলীপ কুমার বিশ্বাস প্রমুখ।


বক্তারা বলেন, গ্রামীণ ব্যাংক বাংলাদেশের গণ মানুষের সাথে মিশে আছে। দেশে বিপুল পরিমান ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টিতে গ্রামীণ ব্যাংক অগ্রণী ভূমিকা পালন করছে। ঋণ প্রদানের মাধ্যমে নারীর ক্ষমতায়নেও কাজ করছে প্রতিষ্ঠানটি। এর পাশাপাশি বিপুল পরিমান মানুষের কর্মসংস্থানেরও ব্যবস্থা করছে। ভবিষ্যতেও এ প্রতিষ্ঠানটি দেশ ও জাতীর উন্নয়নে ভূমিকা রাখবে। এজন্য গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের নিজ নিজ কাজে আরও বেশি আন্তরিক হওয়ার আহবান জানান।


বক্তারা আরও বলেন, গ্রামীণ ব্যাংক ঋণ কার্যক্রমের পাশাপাশি সামাজিক নিরাপত্তা নিশ্চিতেও অনেক কাজ করে থাকে। পিরোজপুর জোনে এ পর্যন্ত ৫ হাজার ৫০৮জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে। পরিবেশ রক্ষায় ১১ লক্ষ চারা রোপন করেছে প্রতিষ্ঠানটি। এছাড়াও নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।


মিলন মেলায় গ্রামীণ ব্যাংক পিরোজপুর জোনের ৬৮টি শাখার ৩৮৬জন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। বাগেরহাট ও পিরোজপুর জেলা মিলে গ্রামীণ ব্যাংকের পিরোজপুর জোন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত