মোরেলগঞ্জে চেতনানাশক খাবার খাইয়ে স্কুলছাত্রীকে অপহরণ, ৫ দিনেও মামলা হয়নি

মশিউর রহমান মাসুম, মোরেলগঞ্জ

আপডেট : ১০:১৮ পিএম, রোববার, ২২ মে ২০২২ | ৩৩৫

মোরেলগঞ্জে একটি পরিবারের সকলকে চেতনানাশক খাবার খাইয়ে ৯ম শ্রেণির ছাত্রীকে অপহরণ ও মালামাল লুটের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার ৫ দিনেও থানা পুলিশ ওই অভিযোগ এজাহার হিসেবে গ্রহন করেনি বলে অভিযোগ উঠেছে। গত সোমবার(১৬ মে) দিবাগত মধ্য রাতে জিউধরা ইউনিয়নের কালিবাড়ি গ্রামের বাবুল হালদারের বাড়ির সকলকে অচেতন করে ঘরের বেড়া ভেঙ্গে ৯ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে (১৪) অপহরণ ও নগদ ৬০ হাজার টাকাসহ প্রায় দুই লাখ টাকার স্বর্ণলংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।



ঘটনার একদিন পরে বাবুল হালদারের স্ত্রী চম্পা হালদার হাসপাতাল থেকে ফিরে এ বিষয়ে থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের ৫ দিন পার হলেও থানা পুলিশ ওই অভিযোগটি এজাহার হিসেবে গ্রহন করেনি। অপহৃত স্কুলছাত্রীরও এখন পর্যন্ত কোন সন্ধান দিতে পারেনি পুলিশ।



এ বিষয়ে চম্পা রানী রবিবার অভিযোগের সাথে বলেন, থানায় লিখিত অভিযোগ দিয়েছি গত বুধবার। আজ পর্যন্ত মামলা হয়নি। আমার মেয়েকেও পাইনি।



এ সম্পর্কে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, ঘটনাটির তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত