ফকিরহাটের লখপুরে ইয়াবা সেবনকারিকে কারাদন্ড

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৭:২৬ পিএম, শনিবার, ১৬ এপ্রিল ২০২২ | ৪৪৪

প্রতিকী ছবি

ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় মো. মাসুম হাওলাদার (৩৮) নামের এক ইয়াবা ট্যাবলেট সেবনকারীকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও দুইশত টাকা জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।


শনিবার দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ গোয়েন্দা শাখার একটি দল লখপুর এলাকায় অভিযান চালিয়ে ৪পিচ ইয়াবা ট্যালেটসহ মাসুম হাওলাদারকে আটক করেন। আটককৃত ইয়াবা সেবনকারি রূপসার বাগমারা গ্রামের মৃত মো. হানিফ হাওলাদারের ছেলে।


পরে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিষ্ট্রেট সানজিদা বেগম আটককৃতকে এ সাজা প্রদান করেন। এ সময় খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক মোসা. রাজিয়া খাতুন সহ সংগীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত