মোরেলগঞ্জে ফেসবুকে আপত্তিকর পোষ্ট ও বসতঘর ভাংচুরের ঘটনায় আরো ২ জন গ্রেফতার

মোরেলগঞ্জ প্রতিনিধি

আপডেট : ০৪:১৬ পিএম, বুধবার, ১৩ এপ্রিল ২০২২ | ৪১৯

মোরেলগঞ্জে ইসলাম ধর্মের অবমাননা করে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়া ও বসতঘর ভাংচুরের ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হচ্ছেন সিদ্দিক হাওলাদারের ছেলে শাকিব হাওলাদার(২৮) ও লাল মিয়া শেখের ছেলে মামুন শেখ(১৮)। মঙ্গলবার দিবাগত রাতে জিউধরা বাজার থেকে এ দুজনকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে দুটি মামলায় ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।

অপরদিকে, উপজেলা প্রশাসনের পক্ষ হতে টিন ও অর্থ দিয়ে ক্ষতিগ্রস্থ ঘর ও মন্দির মেরামত করে দেওয়া হয়। মঙ্গলবার রাতেই ঘরে ফিরেছেন রমনি বিশ্বাস ও তার পরিবারের সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বুধবারও ওই এলাকা পরিদর্শন করেছেন। তিনি প্রধানমন্ত্রীর তরফ থেকে রমনি বিশ্বাস, শিশির বিশ্বাস ও তরণি বিশ্বাসের পরিবারের জন্য খাদ্য সহায়তা পৌছে দিয়েছেন। উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক এ সময় উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ওই তিন পরিবারের জন্য খাদ্য সহায়তা ও নগদ টাকা পাঠানো হয়েছে। উপজেলা পূজা উদযাপন কমিটির আহবায়ক শংকর কুমার রায় ও সদস্য সচিব স্বপন কুমার সাহা এসব পৌছে দিয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত