‘চিতলমারীবাসি অত্যন্ত সৌভাগ্যবান, কারণ জাতির পিতার উত্তরসুরি এখানে নেতৃত্ব দেন’ -পুলিশ সুপার কে, এম আরিফুল হক (পিপিএম)

চিতলমারী প্রতিনিধি 

আপডেট : ০৪:৫৭ পিএম, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২ | ৪০৫

বাগেরহাটের পুলিশ সুপার কে, এম আরিফুল হক (পিপিএম) বলেছেন, ‘চিতলমারীবাসি অত্যন্ত সৌভাগ্যবান। কারণ জাতির পিতার উত্তরসুরি সরাসরি এখানে নেতৃত্ব দেন। আর সেই এলাকায় বিশংখলা করার চেষ্টা করাটা দুঃখজনক। 0২ মার্চের ঘটনায় আমি বিমোহিত হয়েছি। এ ঘটনায় দেশে প্রচলিত আইনে মামলা হবে। বিচার হবে। সন্ত্রাসের কোন গোষ্ঠী নেই।’

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ১১ বাগেরহাটের চিতলমারী থানা চত্ত্বরে আয়োজিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘চিতলমারীতে বর্তমানে মাদক নিয়ন্ত্রণে আছে। বিট পুলিশ আধুনিক পুলিশের একটি অংশ। আপনারা আমাদের সহযোগিতা করবেন।’


চিতলমারী থানার পরিদর্শক (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহমুদ হাসান, উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদা ফয়জুন্নেছা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মামুন হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায় ও বিভিন্ন সূধিজন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন চিতলমারী থানার পরিদর্শক (তদন্ত) শেখ লিয়াকত আলী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত