বাগেরহাটে ইলিশ উৎপাদন ও গলদা চিংড়ির  হ্যাচারী নির্মাণ বিষয়ে দুটি কর্মশালা শুরু 

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৫:১৫ পিএম, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২ | ৯৯১

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বাগেরহাট চিংড়ি গবেষনা কেন্দ্রে শুরু হয়েছে ‘ইলিশ উৎপাদনে অভয়াশ্রমের প্রভাব’ এবং ‘গলদা চিংড়ির হ্যাচারী নির্মাণ, পরিচালনা ও পিএল লালন পালন’ বিষয়ে দুটি প্রশিক্ষণ কর্মশালা। বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা উদ্ধোধন করেন বাগেরহাট সদর আসনের এমপি বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম শেখ সারহান নাসের তন্ময়।

বাগেরহাট চিংড়ি গবেষনা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিলুফা বেগমের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল, বেমতা ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর, বৈজ্ঞানিক কর্মকর্তা এইচ এম রাকিবুল ইসলাম, উপ পরিচালক সামসুন নাহার প্রমুখ।

তিন দিনব্যাপী এই দুটি প্রশিক্ষণ কর্মশালায় ৫০ জন জেলে, চিংড়ি চাষি, গলদা চিংড়ির হ্যাচারী নির্মাণে আগ্রহী উদ্যোক্তারা অংশ নিচ্ছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত