বাংলাদেশ ওয়াকার্স পার্টি জেলা শাখার উদ্যোগে

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে এবং গ্রাম পর্যায়ে পূর্ণ রেশন চালুর দাবিতে মানববন্ধন

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৬:২৩ পিএম, শনিবার, ১৯ মার্চ ২০২২ | ৬৮০

বাংলাদেশ ওয়াকার্স পার্টি বাগেরহাট জেলা শাখার উদ্যোগে চাল, ডাল, তেল, এলপি গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে এবং গ্রাম পর্যায়ে পূর্ণ রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫ টায় কাটাখালি বাসষ্ট্যান্ড চত্তরে এই সমাবেশ হয়।

বাগেরহাট জেলা কমিটির সভাপতি কমরেড এ্যাডঃ মহিউদ্দিন শেখ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ওয়াকার্স পার্টি কেন্দ্রিয় কমিটির সদস্য কমরেড দিপাংকর সাহা দিপু।

জেলা কমিটির সাধারণ সম্পাদক রবিন্দ্রনাথ দেবনাথ এর সঞ্চালনায় প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জাতীয় কৃষক সমিতির জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মোড়ল নুর মোহাম্মদ, ক্ষেত মজুর ইউনিয়ন বাগেরহাট এর সভাপতি কমরেড আবুল কালাম খান ও নীল কমল বালা।

সভায় চাল, ডাল, তেল, এলপি গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর জোর দাবী জানান হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত