পিরোজপুরে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন 

পিরোজপুর প্রতিনিধি

আপডেট : ০৮:৫৮ পিএম, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২ | ৫৪০

মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে পিরোজপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে পৃথকভাবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বৃস্পতিবার বিকেলে পৌর মেয়র হাবিবুর রহমান মালেকের আয়োজনে এই অনুষ্ঠান করেছেন কাউন্সিলরবৃন্দ।

পৌরসভার ১নং ওয়ার্ডে সরদার জিয়াউল হাসান টিপুর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক মোল্লা, মুক্তিযোদ্ধা নূর দিদা রবি, সাবেক কাউন্সিলর একরাম হক, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম তোতা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা উদীচী’র যুগ্ম সাধারণ সম্পাদক দিপংঙ্কর মাতা মিন্টু।

পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর শহিদুল ইসলাম সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা চন্ডী চরণ পাল, জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গৌতম রায় চৌধুরী, প্রধান শিক্ষক সোহেলী আশফিয়া। পরে আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনা করা হয়।

এছাড়াও ৭নং ওয়ার্ড কাউন্সিলর সাদউল্লাহ সভাপতিত্বে পিরোজপুর পৌরসভা চত্তরে, ৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম বাতেনের সভাপতিত্বে বঙ্গবন্ধু সরকারী প্রাথমিক বিদ্যালয়ে, পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর জিদান উদ্দিন জসিমের সভাপতিত্বে ওয়ার্ড এলাকায়, পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হাইয়ের সভাপতিত্বে ৮নং ওয়ার্ড এলাকায়, পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামের সভাপতিত্বে ৯নং ওয়ার্ড এলাকায়, ২নং ওয়ার্ড কাউন্সিলর আবু সিকদারের সভাপতিত্বে ২নং ওয়ার্ড এলাকায় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। এসময় সংরক্ষিত মহিলা কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত