অস্ত্রের মুখে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ

স্টাফ রিপোর্টার

আপডেট : ১২:০৯ এএম, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২ | ১৯৪০

প্রতিকী ছবি

কচুয়ায় নবম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে (১৪) অস্ত্রের মুখে দলবদ্ধ ধর্ষণ করেছে দুর্বৃত্তরা। কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের কলমিবুনিয়া গ্রামে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এই দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে গুরুতর আহত ওই স্কুল ছাত্রীকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান হাসপাতালে গিয়ে ওই স্কুলছাত্রীর কাছ থেকে বিস্তারিত জেনে ধর্ষকদের গ্রেপ্তারে কচুয়া থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।

বাধাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নকিব ফয়সাল অহিদ জানান, ওই স্কুলছাত্রীর বাবা-মা বাড়িতে না থাকার সুযোগ নিয়ে কয়েকজন বখাটে বৃহস্পতিবার রাতে ওই শিক্ষার্থীর ঘরে ঢুকে অস্ত্রের মুখে তাকে দলবদ্ধ ধর্ষণ করে। স্থানীয় ইউপি সদস্য এব্রাহিম মোল্লার মাধ্যমে বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যসহ আমরা গুরুতর আহত অবস্থায় শুক্রবার রাতে ওই স্কুলছাত্রীকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেছি।

হাসপাতালে চিকিৎসাধীন ওই স্কুলছাত্রী জানায়, বুধবার বাবা-মা তার বড় বোনের বাড়িতে বেড়াতে যায়। সেই সুযোগে বৃহস্পতিবার গভীর রাতে স্থানীয় এজাজুল মোল্লা, সোহেল শেখ, টিপু শেখ ও সাব্বির মোল্লা জোরপূর্বক ঘরে ঢুকে তার গলায় ছুরি ধরে হত্যার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। এ সময় সে নির্যাতনে জ্ঞান হারিয়ে ফেলে ।

স্কুলছাত্রীর বাবা জানান, প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে বাড়িতে এসে মেয়ের কাছে বিষয়টি শুনে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে এসেছি। আমার মেয়েটি এখন গুরুতর অসুস্থ। আমি আমার মেয়ের ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি চাই, এটা বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।

বাগেরহাট সদর হাসপাতালের চিকিৎসক ডাক্তার মঞ্জুরুল ইসলাম জানান, মেয়েটির শরীরের বিভিন্ন স্থানে কামড়ানোর চিহ্ন রয়েছে। মেয়েটির শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ধর্ষণের ফলে সে খুবই অসুস্থ হয়ে পড়েছে । গাইনি চিকিৎসকের মাধ্যমে আমরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছি।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, খবর শুনে হাসপাতালে গিয়ে ওই স্কুলছাত্রীর কাছ থেকে বিস্তারিত জেনেছি। অভিভাবকদের বলেছি ভয় না পেয়ে মামলা করুন মেয়েটির চিকিৎসা চালিয়ে যান। কচুয়া থানা পুলিশকে ধর্ষকদের গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছে। ইতিমধ্যেই পুলিশ অভিযান শুরু করেছে।

কচুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বাগেরহাট টুয়েন্টিফোরকে বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। অপরাধীদের ধরতে পুলিশ মাঠে রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত