ফকিরহাট কালী মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ১০:৩৬ পিএম, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২ | ৩৬০

ফকিরহাট কেন্দ্রীয় কালী মন্দির কমপ্লেক্সে পৃথক দুইটি মন্দিরে শিব ও মনসা দেবীর বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় পূজা অর্চনার মধ্য দিয়ে শিব ও মনসা দেবীর বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা শুরু করা হয়।


স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে এ সময় উপস্থিত ছিলেন, মন্দির কমিটির উপদেষ্টা দাশ শিশির কুমার দাশ, প্রফুল্ল কুমার মজুমদার, নিমাই চন্দ্র পাল, মন্দির কমিটির সভাপতি অধ্যাপক তাপস কুমার বিশ্বাস, সাধারন সম্পাদক প্রশান্ত মোদক বাবু, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক ও মন্দির কমিটির সিনিয়র সহ-সভাপতি প্রভাষক মনোতোষ রায় কেষ্ট, সহ-সভাপতি নির্মল কুমার দাশ, যুগ্ম সাধারন সম্পাদক বিধান চন্দ্র সাহা, গোপাল চন্দ্র সাহা, কোষাধ্যক্ষ অশোক কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ চন্দ্র কুন্ডু, ফকিরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারন সম্পাদক উজ্জল কুমার ঘোষ, মন্দির কমিটির সদস্য গোবিন্দ পাল, সমর্পন দাশ, মান্না দে, বাপ্পা দত্ত প্রমূখ। এছাড়াও মন্দিরে বিভিন্ন ভক্তবৃন্দের আগমন ঘটে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত