কচুয়ায় বেড়েই চলছে করোনা রোগীর সংখ্যা

কচুয়া প্রতিনিধি

আপডেট : ০৫:৪৯ পিএম, রোববার, ২৩ জানুয়ারী ২০২২ | ৭৩৮

প্রতিকী ছবি

কচুয়ায় বেড়েই চলছে করোনা রোগীর সংখ্যা। গত ১৮ জানুয়ারী থেকে ২৩ জানুয়ারী পর্যন্ত তিনজন আক্রান্তের খবর পাওয়া গেছে। রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে প্রাপ্ত তথ্যে জানাগেছে, গত ১৮ জানুয়ারী টেংরাখালী গ্রামের সুমি নামের এক নারী করোনা সনাক্ত হয়। ২২ জানুয়ারী কচুয়া সদরের সজল কুমার শীল ও ২৩ জানুয়ারী আশরাফ আলী নামের একজন করোনা আক্রান্ত হয়।


কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) বলেন, করোনা আক্রান্তদের চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া যাদের শরীরে করোনার লক্ষণ দেখা যাবে তাদের হাসপাতালে এসে পরীক্ষা করানোর অনুরোধ করেছেন তিনি।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস বলেন, মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মানতে কার্যকর কোন ব্যবস্থা গ্রহন করা না গেলে প্রতিদিন রোগির সংখ্যা বেড়ে যেতে পারে, করোনা রোগীদের চিকিৎসা দিতে আমাদের সাধ্যমত আমরা প্রস্তুত রয়েছি। সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য বিভাগের এ শীর্ষ কর্মকর্তা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত