বাগেরহাটে এনটিভির পক্ষথেকে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ

চুলকাটি প্রতিনিধি

আপডেট : ০৮:৩৮ পিএম, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১ | ৪৫৭

বাগেরহাটে এনটিভির পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। বাগেরহাট সদরের আশ্রম মাঠে এই কম্বল বিতরণ করা হয়। প্রায় ২ শতাধিক গরীব ও দুঃস্থদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। এ সময়ে কম্বল প্রাপ্তরা এনটিভির সাফল্য ও এনটিভির চেয়ারম্যানের সুস্থতা কামনা করেন।

কম্বল বিতরণ অনুষ্ঠানে বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, সেক্রেটারী ও বাস-মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব তালুকদার আব্দুল বাকী, সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেন, আজমল হোসেন, খন্দকার জাহিদ হোসেন মিন্টু ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানের অতিথিবৃন্দ বক্তৃতা কালে এনটিভির সাফল্যসহ এনটিভি পরিবারের সকল সদস্যের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত