মোংলায় আবারো ২৭ লাখেরও অধিক টাকার চোরাই মাল জব্দ

মাসুদ রানা,মোংলা

আপডেট : ০৮:৩৪ পিএম, সোমবার, ৮ নভেম্বর ২০২১ | ৫১১

মোংলা বন্দরের পশুর নদীর কানাইনগর এলাকা থেকে আবারো ২৭ লাখেরও অধিক টাকা মূল্যের চোরাই মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা) কর্মকর্তা লেঃ কমান্ডার মোঃ হাসানুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত পশুর নদীর কানাইনগর এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড সদস্যরা। এ সময় অভিযানকারীরা ওই এলাকা থেকে ৪৮ পিচ এসএস পাইপ জব্দ করেন। ৯টি ২০ ফিট ও ৩৯টি ১৮ ফিট লম্বা এ পাইপের মূল্য ২৭ লাখ ৭৪ হাজার ৫শ টাকা। জব্দকৃত মালামাল সোমবার বিকেলে মোংলা থানা পুলিশে হস্তান্তর করেছে কোস্ট গার্ড।
এর আগে রবিবার একই এলাকা থেকে ৪০ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ২৩টি এসএস পাইপ জব্দ করে পুলিশে হস্তান্তর করে কোস্ট গার্ড। জব্দকৃত এ মালামাল রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে পাচার করে এনে কানাইনগর খালে রাখে চোরাকারবারীরা।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত