মোল্লাহাটে নানা আয়োজনে সমবায় দিবস উদযাপন

মোল্লাহাট  প্রতিনিধি

আপডেট : ০৮:১৬ পিএম, শনিবার, ৬ নভেম্বর ২০২১ | ৫৩০

"বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন" এ প্রতিপাদ্যের আলোকে মোল্লাহাটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৫০ তম জাতীয় সমবায় দিবস ২০২১ ইং উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে দিবসটি উদযাপনের শুরুতে শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর এক র‌্যালি উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শুরুর স্থল উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা সমবায় কর্মকর্তা আশুতোষ কুমার মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রবীর কুমার মল্লিক, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন পাল ও মোঃ মিজানুর রহমান। এছাড়া বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, প্রচার সম্পাদক মোঃ মনিরুজ্জামান মোল্লা ও নির্বাহী সদস্য এস এম মিজানুর রহমান, সমবায়ীদের মাঝে আব্দুল হামিদ প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত