ফকিরহাটে করোনা ভাইরাস রোধে প্রশিক্ষণ কর্মশালা 

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৬:০৮ পিএম, রোববার, ২৪ অক্টোবর ২০২১ | ৫৬৮

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য কর্মীদের করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ কেন্দ্রে রোববার সকাল ১০টায় প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসীম কুমার সমাদ্দার।


বর্তমান পরিস্থিতিতে সংক্রমণ প্রতিরোধে আইসিডিডিআর-বি ও এফসিডিও এর সহযোগিতায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রস্তাবিত নিয়ম মেনে করোনা ভাইরাস সংক্রমণ সীমিত করা,সংক্রমণ উৎস নিয়ন্ত্রণ, প্রশাসনিক, পরিবেশগত ও প্রকৌশলগত নিয়ন্ত্রণে কারিগরি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৯৫ জন স্বাস্থ্যকর্মী ৩টি ব্যাচে অংশগ্রহণ করেন। আইসিডিডিআর-বি এর
বিশেষজ্ঞ প্রশিক্ষক ডা. রাকিবুল হাসান প্রশিক্ষণ প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার সমাদ্দার, কনিষ্ঠ পরামর্শক ডা. মনোজ কুমার মালাকার, আবাসিক চিকিৎসক ডা. শিশির বসু ও আইপিসির ফোকাল পারসন মো. সাইদুর রহমান প্রমূখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত