কচুয়া সদর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন ডিসি

কচুয়া প্রতিনিধি

আপডেট : ০৮:৪৮ পিএম, মঙ্গলবার, ৩১ আগস্ট ২০২১ | ৮৬৬

কচুয়া সদর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। মঙ্গলবার সকালে তিনি সদর এ ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে স্থানীয় সরকারের নানা কর্মকান্ড পরিদর্শন করেন। তিনি সরকারের দেয়া সকল নাগরিক সুবিধা বাস্তবায়ন পর্যবেক্ষন করেন।

এসময়ে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় সমূহের অবকাঠামো, বিশেষ করে ছাদে পানি জমা সংক্রান্ত, বাথরুম পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ে নজর দেয়ার আহবান জানান। কমিউনিটি ক্লিনিকের আসবাব পত্র, বাথরুম এবং পানি বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা,সকল নদী, খাল সমূহ উন্মুক্ত করণ ও নাব্যতা সচল রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহন এবং মাস্ক ব্যবহারে সকলকে উদ্ভুদ্ধ করতে ব্যবস্থা নেয়ারও নির্দেশনা দেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

এসময়ে অন্যান্যের মধ্যে কচুয়া উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাজমা সরোয়ার, উপজেলা অফিসার জীনাত মহল, সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ উপস্থিত ছিলেন। শেষে ফলদ গাছ রোপন করে ছাদ বাগানের উদ্ভোধন করেন ডিসি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত