ফকিরহাটে বঙ্গবন্ধু পল্লী-১ পরিদর্শন করলেন জনপ্রশাসন সচিব

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৫:৫৮ পিএম, শনিবার, ২৮ আগস্ট ২০২১ | ৪৪২

ফকিরহাটে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহারের ঘর পরিদর্শন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম। শনিবার সকাল সাড়ে ১০টায় তিনি উপজেলার পিলজংগ ইউনিয়নের বৈলতলী রোনখোলায় অবস্থিত বঙ্গবন্ধু পল্লী-১ (আশ্রয়ন) এর ঘর গুলো পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি বঙ্গবন্ধু পল্লী চত্ত¡রে গাছের চারা রোপন, ২২টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, সবজির বীজ ও নানা ধরনের গাছের চারা বিতরন করেন।

এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিধান কান্তি হালদার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: নাছরুল মিল্লাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা, স্থানীয় ইউপি চেয়ারম্যান খাঁন শামীম জামান পলাশ ও ইউপি সদস্য মোস্তফা কামাল হারুন সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গনমাধ্যমকর্মী ও বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। তিনি ঘরগুলো দেখে সন্তোষ প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত