চিতলমারীতে এ্যাড. কালিদাস বড়াল হত্যার ২১তম বার্ষিকী পালন

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৫:৪৪ পিএম, শনিবার, ২১ আগস্ট ২০২১ | ১০৮৪

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা ও পূজা উদযাপন পরিষদ বাগেরহাট জেলা শাখার সভাপতি ও চিতলমারী উপজেলা পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান এ্যাডভোকেট কালিদাস বড়াল হত্যার ২১তম বার্ষিকী শুক্রবার (২০ আগস্ট) পালিত হয়েছে। সকাল ১০টার দিকে চিতলমারীর চরবানিয়ারী গ্রামে কালিদাস বড়ালের সমাধিতে নানা পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

তাঁদের মধ্যে উল্লেখযোগ্য, চিতলমারী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও নিহতের বড়ভাই অশোক কুমার বড়াল, নিহতের স্ত্রী সাবেক সংসদ সদস্য হ্যাপী বড়াল, মাগুরার মোহাম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ বাগেরহাট জেলা শাখার সদস্য সচিব আইনজীবি অমিতাভ বড়াল বাপ্পী, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ কেন্দ্রীয় উপকমিটির সদস্য এ্যাডভোকেট শম্ভূনাথ রায়, বাহিরদশমহল মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কালিদাস বড়াল স্মৃতি (ডিগ্রী) মহাবিদ্যালয়।

২০০০ সালের ২০ আগস্ট বাগেরহাট শহরের প্রাণকেন্দ্র সাধনার মোড়ে কালিদাস বড়ালকে হত্যা করে। দেশের সর্বোচ্চ আদালত এই মামলার চুড়ান্ত রায়ে দুই জনের ফাঁসির দন্ডাদেশ দেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত