বাগেরহাটে জেলা বিএনপির সহ-সভাপতিসহ ৫ নেতা আটক

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৬:২১ পিএম, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০১৮ | ১৯৪৬

বাগেরহাটে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকসহ বিএনপির পাঁচ নেতাকে পুলিশ আটক করেছে। শুক্রবার বিকেলে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাট শহরের পুরাতন কোর্টের মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় দলের নেতাকর্মীরা জড়ো হলে পুলিশ সেখান থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলেন, জেলা বিএনপির সহসভাপতি এ্যাডভোকেট তরফদার আসাদুজ্জামান,বাগেরহাট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন, জেলা বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আনিসুর রহমান, রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হুমায়ুন কবির খান ও জেলা শ্রমিকদলের প্রচার সম্পাদক লোকমান হোসেন।

বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এম এ সালাম বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়ার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী জেলা বিএনপি শহরে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিতে দলের নেতাকর্মীরা পুরাতন কোর্টের মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় জড়ো হন। এসময় আকষ্মিকভাবে সেখানে পুলিশ এসে ধাওয়া করলে নেতাকর্মীরা গ্রেপ্তার এড়াতে পালানোর চেষ্টা করে। পুলিশ সেখান থেকে ধাওয়া করে বিএনপির পাঁচ নেতাকে আটক করে থানায় নিয়ে যায়। বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দিয়ে পুলিশ রাজনৈতিক দলের গনতান্ত্রিক অধিকার হরণ করছে বলে অভিযোগ করেন ওই নেতা। তিনি গ্রেপ্তারের নিন্দা জানিয়ে দলের নেতাদের অবিলম্বে নি:শর্ত মুক্তি দাবি করেন।


বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, শুক্রবার বিকেলে মিছিল করতে জেলা বিএনপির কিছু নেতা শহরের পুরাতন কোর্টের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে জড়ো হওয়ার খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পাঁচ নেতাকে আটক করে। বিএনপির মিছিলের কারনে শহরের শান্তি শৃঙ্খলা বিঘœ ঘটার আশংকায় তাদের আটক করা হয়েছে। ওই নেতাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত