৭ আগস্ট মোল্লাহাটে ইউনিয়ন পর্যায়ে টিকাদান শুরু

মোল্লাহাট প্রতিনিধি

আপডেট : ০৫:০০ পিএম, মঙ্গলবার, ৩ আগস্ট ২০২১ | ১০৫৪

মোল্লাহাটে ৭ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত ইউনিয়ন পর্যায়ে প্রাণঘাতী করোনা ভাইরাসের গণ টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সেই উপলক্ষে মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিপ্লব কান্তি বিশ্বাসের সভাপতিত্বে করোনা টিকাদান কর্মী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ দেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকরাম ও ডা. সেীমিত্র মিত্র।



সরকার ঘোষিত এ কার্যক্রম বাস্তবায়নে উপজেলা প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ মাঠ পর্যায়ে কাজ করছেন। উপজেলার ৭টি ইউনিয়নে ৭টি কেন্দ্রে ২১টি বুথে এ টিকা কার্যক্রম শুরু হবে। প্রতিদিন ৪ হাজার ২শত মানুষ পাবেন করোনার টিকা।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, সাধারণ মানুষের দ্বারপ্রান্তে টিকা পৌঁছে দিতে ইউনিয়ন পর্যায়ে ৭ আগস্ট থেকে ১২ আগস্টের মধ্যে তিন দিন টিকা দেওয়া হবে। নিবন্ধনের মাধ্যমে প্রতিটি ইউনিয়নের ১টি কেন্দ্র ৩টি বুথে ৬০০ মানুষকে টিকার আওতায় আনা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদ হোসেন বলেন, ইউনিয়ন পর্যায়ে নিবন্ধনের মাধ্যমে ৭টি কেন্দ্রে টিকা কার্যক্রম চলবে। মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মী, পুলিশ, শিক্ষক, জনপ্রতিনিধি, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, আনসার, গ্রামপুলিশ, স্বেচ্ছাসেবকরা সার্বিক সহযোগিতায় থাকবেন। ইতোমধ্যে ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। ইউনিয়ন সচিব ও উদ্যোক্তাদের অনলাইনে টিকার জন্য নিবন্ধন শুরু করার নির্দেশনা দিয়েছেন। তিনি আরো বলেন, সরকারি ওয়েব সাইড সুরক্ষা বিডি ডটকম থেকে ১৮ বছর হলে যেকেউ তাঁর নিজের মোবাইল থেকে টিকার জন্য নিবন্ধন করতে পারবেন। আর তা না হলে ইউনিয়ন ডিজিটাল সেন্টার অথবা যেকোন হাইস্কুলে গিয়ে নিবন্ধন করে টিকাকেন্দ্রে গিয়ে করোনা ভাইরাসের টিকা নিতে পারবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত