লাথিতে প্রাণ গেল যুবকের

মহিদুল ইসলাম, শরণখোলা

আপডেট : ০৩:৩০ পিএম, শুক্রবার, ৩০ জুলাই ২০২১ | ৯০৮

ফাইল ফটো

প্রতিপক্ষের লাথির আঘাতে মুনসুর হাওলাদার (৩৫) নামে এক দিনমজুর যুবকের মৃত্যু হয়েছে। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে (খুমেক) তিন দিন চিকিৎসায় থাকার পর বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়। নিহত যুবক শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মধ্য খোন্তাকাটা গ্রামের ছামাদ হাওলাদারের ছেলে।


গত মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকটির এক পর্যায়ে প্রতিবেশী শামছু হাওলাদারের ছেলে সাইদুল হাওলাদার (৩৭) মুনসুরের স্পর্শকাতর স্থানে লাথি মারেন। এতে গুরুতর আহত হন ওই যুবক।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার (৩০জুলাই) খুমেক হাসপাতালে লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। এঘটনায় নিহতের স্ত্রী শিউলী বেগম বাদী হয়ে শরণখোলা থানায় হত্যা মামলা দায়ের করবেন বলে জানিয়েছে পুলিশ।


স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকার বাসিন্দা চাচা আলমগীরের বাগানবাড়ি দেখাশোনা করেন মুনসুর। ঘটনার দিন দুপুর ১২টার দিকে ওই বাগানের একটি নারকেল গাছ থেকে জোরপূর্বক কয়েকটি ডাব পাড়েন সাইদুল। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সাইদুল স্পর্শকাতর স্থানে লাথি দিলে মুনসুর অজ্ঞান হয়ে পড়েন। এসময় তাকে দ্রুত শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যালে পাঠানো হয় তাকে।


শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বাগেরহাট টুয়েন্টিফোরকে জানান, এব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে। ঘাতক সাইদুলকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত