ভার্চুয়াল আলোচনায় বাগেরহাটের ডিসি

জীবন-জীবিকাকে প্রধান্য দিয়ে করোনা মহামারি মোকাবেলা করতে হবে

মোংলা প্রতিনিধি

আপডেট : ০৫:১৮ পিএম, শনিবার, ১০ জুলাই ২০২১ | ৭৩৮

জীবন এবং জীবিকা দুটোকেই প্রাধান্য দিয়ে করোনা মহামারি মোকাবেলা করতে হবে। সরকারের পাশাপাশি সকল রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবক, ইমাম-পুরোহিত সবাইকে করোনা মোকাবেলায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রনে সবার আগে দরকার সামাজিক সংক্রমণ রোধ করা। এজন্য কঠোর বিধি নিষেধ বাস্তবায়নের পাশপাশি নিশ্চিত করতে হবে মাস্ক ব্যবহার ও সকল ক্ষেত্রে স্বাস্থ্যবিধি প্রতিপালন।
১০ জুলাই শনিবার সকালে পিস এ্যাম্বাসেডর ডিস্ট্রিক্ট নেট্ওয়ার্ক বাগেরহাটের আয়োজনে দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশ এবং ওয়াটরকিপার্স বাংলাদেশ’র সহযোগিতায় ”করোনা সচেতনতা, স্বাস্থ্য বিভাগের সক্ষমতা ও আমাদের করনীয়” শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বাগেরহাট জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান একথা বলেন।
শনিবার সকাল ১১টায় ভার্চুয়াল আলোচনায় সভাপতিত্ব করেন পিস এ্যাম্বাসেডর ডিস্ট্রিক্ট নেটওয়ার্ক বাগেরহাটের সমন্বয়কারী ইউপি চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর সাধারণ সম্পাদক ওয়াটারকিপার্স বাংলাদেশ’র সমন্বয়কারী শরীফ জামিল, গণতান্ত্রিক বাজেট আন্দোলন’র সাধারণ সম্পাদক গবেষক মনোয়ার মোস্তফা জলি, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ লেলিন চৌধুরী ও দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশের প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপক সৈকত শুভ্র আইচ মনন।
আলোচনা সভায় ধারনাপত্র পাঠ করেন প্রথম আলো পত্রিকার বাগেরহাট প্রতিনিধি ইনজামুল হক। ভার্চুয়াল আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন পিস এ্যাম্বাসেডর ডিস্ট্রিক্ট নেট্ওয়ার্ক বাগেরহাটের যুগ্ম সমন্বয়কারী পরিবেশকর্মী মোঃ নূর আলম শেখ। আলোচনা সভায় অতিথি বক্তা ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ, মোংলা উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার, মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনাল’র চীফ অব পার্টি ডানা ওল্ডস, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আহাদ হায়দার, বাগেরহাট সদর উপজেলা ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস প্রমূখ।
ভার্চুয়াল আলোচনা সভায় বক্তারা বলেন, এখনও কঠোর লকডাউন বাস্তবায়নে নানা উদ্যোগ থাকলেও ব্যক্তি পর্যায় তা মানতে চাইছে না মানুষ। আছে জীবনের সাথে জীবিকার প্রশ্ন্ও। আর এর মাঝে করোনা থেকে উত্তরণে কাজটা করতে হবে আমাদের সবাইকে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত