কঠোর অবস্থানে আইন শৃংখলা বাহিনী

ফকিরহাটে করোনায় ভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ১০:১৭ পিএম, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১ | ৭০৪

ফকিরহাটে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরও দুই জনের মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মানসা এলাকার সুব্রত পাল সুখ (৫৩) ও আড়–য়াডাঙ্গা গ্রামের সরদার শরিফুল ইসলাম (৫২) করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।


এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছে এক নারী সহ দুই জন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসিম কুমার সমাদ্দার বাগেরহাট টুয়েন্টিফোরকে জানান, ফকিরহাটে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৫জনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, মঙ্গলবার নমূনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪০শতাংশ। এদিকে কঠোর লকডাউনের ৬ষ্ঠ দিনে ফকিরহাট সদর এলাকার প্রধান বাজারের চারপাশে বাঁশ দিয়ে প্রবেশ পথ বন্দ করে রেখেছে। যাতে বাজারের ভিতর কোন যানবাহন চলাচল করতে না পারে।

ফকিরহাটে কঠোর লকডাউন বাস্তবায়নে তৎপর রয়েছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট, সেনাবাহিনী সহ পুলিশ প্রশাসন। করোনা প্রতিরোধে বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে আইন শৃংখলা বাহিনী। বিধি নিষেধ অমান্য করলে তাকে জরিমানা করছে ভ্রাম্যমান আদালত। তবে এ অঞ্চলে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়ে গেলেও কেউ মানছেন না স্বাস্থ্য বিধি। আইনশৃংখলা বাহিনীর চোঁখ ফাঁকি দিয়ে বিভিন্ন অজুহাতে মানুষ ঘর থেকে বের হচ্ছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত