বাগেরহাটে ডিপিএফ কর্মশালা অনুষ্টিত 

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৭:৩৬ পিএম, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১ | ১৪৫৫

বাগেরহাট ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম-এর সামাজিক জবাবদিহিতা বিষয়ক কর্মশালা অনুষ্টিত হয়েছে। এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পলিসি ফর ডায়লগ (পিফরডি) প্রকল্পের পরিচালক বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. গোলাম ফারুক। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে ভার্চুয়ালী অনুষ্টিত এ প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পিফরডি টিম লিডার আরসেন স্টেপেনিয়ান, ডেপুটি টিম লিডার নাজির আহমেদ খান। ফিল্ড ট্রেনিং কো-অর্ডিনেটর মোজাম্মেল হক নিয়োগি সঞ্চালনা করেন।


প্রশিক্ষক ছিলেন প্রকল্পের উপ-পরিচালক ও যুগ্ম সচিব আয়শা আক্তার, সহকারি পরিচালক ও উপ-সচিব মোখলেসুর রহমান, সিভিল সোসাইটি কো-অর্ডিনেটর মো. মোফাক্কার মোর্শেদ খান চৌধুরী, খুলনা আঞ্চলিক কো-অর্ডিনেটর শেখ কামরুল হোসাইন ও বাগেরহাট ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর গোপী নাথ সাহা।


বৃট্রিশ কাউন্সিলের তত্ত্বাবধানে ইউরোপিয় ইউনিয়নের অর্থায়নে ও মন্ত্রীপরিষদ বিভাগের অংশিদারিত্বে পিফরডি প্রকল্পের অধীনে সুশাসন প্রতিষ্ঠায় নাগরিক অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অনুষ্টিত এ কর্মশালায় তথ্য অধিকার আইন, জাতীয় শুদ্ধাচার কৌশল, অভিযোগ প্রতিকার ব্যবস্থা, সিটিজেন চার্টারসহ বিভিন্ন নাগরিক সেবা বিষয়ে উপস্থাপন করা হয়। বাগেরহাট ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ)-এর সভাপতি বাবুল সরদার সমাপনী বক্তব্য রাখেন।


এর আগে এই প্রকল্পের অধীনে পক্ষকাল ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ অনুষ্টিত হয়। এ প্রশিক্ষণে সহ-সভাপতি তানিয়া খাতুন, সাধারন সম্পাদক মোঃ আঃ সালাম সেখ, সদস্য অধ্যক্ষ খন্দকার আসিফ উদ্দিন রাখী, সমীর বরণ পাইক, শেখ আসাদুজ্জামান, এ.এস.এম মঞ্জুরুল হাসান মিলন, মোঃ কামরুজ্জামান, ঝিমি মন্ডল, তিথী দেবনাথ, আজমীর আলম খান, রিয়াদ মল্লিক, সুমা খানম, দেবাশীষ দাস, আকলিমা খানম, সাথী রানী হালদার, রাজিয়া খাতুন, অমিত সাহা, মোঃ মিরান মাঝি, শুভ্রদেব মন্ডল ও বাবুল সরদার অংশ গ্রহন করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত