ফকিরহাটে সরকার নির্ধারিত মূল্যে বোরো ধান সংগ্রহ শুরু

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৬:৪৩ পিএম, রোববার, ২ মে ২০২১ | ৭৩৫

ফকিরহাটে আনুষ্ঠানিকভাবে সরকার নির্ধারিত মূল্যে বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। রবিবার (০২ মে) দুপুরে ফকিরহাট উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে এই ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক।

এতে ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর রহমান, ফকিরহাট উপজেলা খাদ্য পরিদর্শক অচীন কুমার দাসসহ ধান বিক্রেতারা উপস্থিত ছিলেন। এসময় কবিতারানী ঘোষ নামের এক কৃষানী ৫০ মন ধান বিক্রয় করেন।

২০২১ সালের বোরো মৌসুমে ফকিরহাট উপজেলা থেকে ২৭ টাকা ধরে ১ হাজার ২‘শ ৯২ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে।

বাগেরহাটের জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক বলেন, সারাদেশের মত ফকিরহাটেও সরকারের জারি করা নিয়ম অনুযায়ী খাদ্য শস্য সংগ্রহ করা হবে। ধান সংগ্রহের ক্ষেত্রে কোন প্রকার অনিয়ম সহ্য করা হবে না। ধান সংগ্রহের ক্ষেত্রে কোন অনিয়মের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত