ঘাটেই ডুবল বালু বোঝাই কার্গোটি

মহিদুল ইসলাম, শরণখোলা

আপডেট : ০২:২৪ পিএম, রোববার, ২৫ এপ্রিল ২০২১ | ৬২৭

ঘাটেই ডুবল বালু বোঝাই কার্গোটি

শরণখোলায় এম বি বাবালী-২ নামে বালু বোঝাই একটি কার্গো ডুবে গেছে। উপজেলা সদর রায়েন্দা বান্দাঘাটা এলাকার খালে নোঙর করা অবস্থায় শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে। কার্গোটিতে সাড়ে ৯ হাজার ফুট পাকশির মোটা বালু ছিল। যার মূল্য প্রায় তিন লাখ টাকা।


কার্গোর মিস্ত্রি আ. খালেক বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, রাজবাড়ী থেকে পাকশির মোটা বালু বোঝাই করে তারা শুক্রবার শরণখোলায় আসেন। কার্গোটি বান্দাঘাটা পুরাতন স্লুইস গেটের খালে নোঙর করা হয়। আজ রবিবার সকালে ব্যবসায়ী হাবিব মুন্সীর গোলায় বালু খালাস করার কথা ছিল। কিন্তু রাত সাড়ে তিনটার দিকে ভাটির টানে একদিকে হেল পড়ে কার্গোটি ডুবে যায়।


মিস্ত্রি আ. খালেক জানান, কার্গোতে ঘুমিয়ে থাকা জাকির বেপারী ও সজিব নামে দুই শ্রমিক নদীতে লাফিয়ে পড়ে কূলে উঠতে সক্ষম হন। নারায়নগঞ্জের পাবেল ও বাবুল মিয়া কার্গোটির যৌথ মালিক। সেচ পাম্প লাগিয়ে কার্গোটি উদ্ধারে চেষ্টা করা হবে। এতে হয়তো কিছু বালু রক্ষা করা সম্ভব।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত