ফকিরহাটে জনসাধারনের মাঝে মাস্ক বিতরণ

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৬:০৮ পিএম, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১ | ৫৫৬

ফকিরহাটে করোনা ভাইরাস দ্বিতীয় ধাপ মোকাবিলায় স্বাস্থ্য বিধি নিশ্চিতের লক্ষ্যে বাজার মনিটরিং করছেন উপজেলা প্রশাসন। এছাড়া করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য বিধি অনুসরণের জন্য জনসচেতনতা বৃদ্ধি, মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধকরণ ও মাস্ক বিতরণ করছেন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন। মাস্ক বিতরণের পাশাপাশি সচেতনতার সৃষ্টির লক্ষ্যে জনসাধারণকে সচেতনতা মূলক পরামর্শ প্রদান করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তানভীর রহমান বলেন, করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব দ্বিতীয় ধাপ মোকাবেলায় সচেতনতা মূলক পরামর্শ ও মাস্ক বিতরণ করছেন এবং সরকারি স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে বাজার মনিটরিং করছেন। এই উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


উল্লেখ্য, প্রথম ও দ্বিতীয় ধাপে ফকিরহাটে এ পর্যন্ত ৮৩০ জনের নমূনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছেন ২৬০জন। তার মধ্যে মারা গেছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সহ ১২জন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অসিম কুমার সমাদ্দার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত