বাগেরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৫:০১ পিএম, বুধবার, ৩১ জানুয়ারী ২০১৮ | ১২৯৮

নুরে আলম ভূঁইয়া ওরফে তানু ভূঁইয়া

নাশকতার অভিযোগে বাগেরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরে আলম ভূঁইয়া তানুকে (৩৫) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে বাগেরহাট শহর থেকে ছাত্রদল নেতা তানুকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ দাবী করলেও তার পরিবারের দাবী মঙ্গলবার বিকেলে খুলনা মহানগরের কালিবাড়ি এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তাঁকে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে বাগেরহাট জেলা ছাত্রদল তাদের দলের সাধারণ সম্পাদক নুরে আলম ভূঁইয়া ওরফে তানু ভূঁইয়ার নি:শর্ত মুক্তি দাবি করেছে।


বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানু ভূঁইয়া রাজনৈতিক অস্থিরতা পরিবেশ তৈরি করতে গোপণে বাগেরহাটে নাশকতার পরিকল্পনা করছিল বলে অভিযোগ পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার মামলাসহ একাধিক মামলা রয়েছে। নাশকতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন ওই পুলিশ কর্মকর্তা। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


বাগেরহাট জেলা ছাত্রদলের সভাপতি সুজা উদ্দিন মোল্লা সুজন বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, একটি দূর্নীতির মামলায় আদালত আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায় ঘোষণার দিন ধার্য করেছে। ওই রায়কে ঘিরে জেলায় দলের নেতাকর্মীরা শান্তিপূর্ণ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। ঠিক সেই সময়ে দলের সাধারণ সম্পাদক নুরে আলম ভূঁইয়া তানুকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করল পুলিশ। আমরা তার মিথ্যা মামলা প্রত্যাহার করে নি:শর্ত মুক্তির দাবি জানাচ্ছি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত