কচুয়ায় গণহত্যা দিবস পালিত

কচুয়া প্রতিনিধি

আপডেট : ০৯:০০ পিএম, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১ | ৭৫৯

কচুয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় শাখারীকাঠি বৈদ্যভুমিতে মোমবাতি প্রজ্জলন করা হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্যদেন উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ. উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন ডেপুটি কমান্ডার শিকদার হাবিবুর রহমান, নিমাই দাস।

এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, সাধারন সম্পাদক কাজী সাইদুজ্জামান সাইদ, বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন কোতয়াল সহ বীর মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনগণ।


কচুয়া সদরের বৈদ্যভুমিতে মোমবাতি প্রজ্জলন করা হয়। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ, গোপালপুর ইউনিয়ন কমান্ডার খোন্দকার সামচুল হক, বীর মুক্তিযোদ্ধা মীর হাবিবুর রহমান সহ বীর মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনগণ। এছাড়া মঘিয়া বৈদ্যভুমিতে মোমবাতি প্রজ্জলন করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত