মোরেলগঞ্জে সন্ত্রাসী হামলায় স্কুল শিক্ষকসহ ২জন আহত

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৬:৪৮ পিএম, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০১৮ | ৮৩০

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় স্কুল শিক্ষক সহ দুইজন আহত হয়েছে। শুক্রবার সকালে মোরেলগঞ্জ উপজেলার বলভদ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে।আহতদের বাধাল কিনিকে ভর্তি করা হয়েছে। গুরুত্বর আহত কাওছার তালুকদারকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। আহতরা হলেন, মোহনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির তালুকদার ও তার ভাই কাওছার তালুকদার (৪৪)। এরা মোরেলগঞ্জ উপজেলার মোহনপুর গ্রামের কাদের তালুকদারের ছেলে।

এলাকাবাসি জানান, স্কুল শিক্ষক কবির তালুকদারের ক্রয়কৃত জায়গা দখলে নেয়ার জন্য একই এলাকার মোতালেব হাওলাদারের ছেলে কথিত মাদ্রাসা শিক্ষক আলমগীর হাওলাদার তার নিজ মাদ্রাসার ছাত্রদের নিয়ে হামলা চালায়। এতে দুইজন আহত হয়েছে।

বনগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান রিপন দাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কথিত মাদ্রাসা শিক্ষক আলমগীর হাওলাদার প্রায়ই এলাকার মানুষের সাথে গন্ডগোলে লিপ্ত থাকে, এতে তার মাদ্রাসার কোমলমতি ছাত্রদের ব্যবহার করছেন। এর আগেও তিনি নাশকতা মুলক কর্মকান্ড চালিয়েছেন।


এদিকে কথিত মাদ্রাসা শিক্ষকের বেপরোয়া সন্ত্রাসী কর্মকান্ডে এলাকাবাসি আতংকে রয়েছে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত