মোরেলগঞ্জে ভোটার তালিকায় জীবিত ব্যবসায়ীকে মৃত!

এম.পলাশ শরীফ

আপডেট : ০৬:০১ পিএম, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১ | ৫৪৭

মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের সাইফুল ইসলাম মিলন নামের এক ব্যবসায়ীকে ভোটার তালিকায় মৃত দেখিয়েছে তথ্য সংগ্রহ কারীরা ।এ ঘটনায় ওই ব্যবসায়ী উপজেলা নির্বাচন কর্মকর্তার বরাবর লিখিত আবেদন করেছেন।

আবেদন সূত্রে জানাগেছে, রামচন্দ্রপুর ইউনিয়নের আলম শেখের ছেলে পোলেরহাট বাজারে ব্যবসায়ী ৪নং ওয়ার্ডের বাসিন্দা সাইফুল ইসলাম মিলন যার জাতীয় পরিচয়পত্র নং-০১১৬০৮৯৮৯১২২৭। সর্বশেষ হালনাগাদ ভোটার সংগ্রহকারীরা ভুল তথ্য প্রদান করে ভোটার তালিকায় তাকে মৃত দেখিয়েছে।


এ বিষয়ে ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, আমার ভোটার আইডি দিয়ে বিগত দিনে ভোট দিয়েছি এবং প্রয়োজনীয় কাজ কর্ম সম্পন্ন করেছি। সম্প্রতি একাউন্ট সংক্রান্ত ব্যাংকে গেলে ব্যাংক কর্তৃপক্ষ জানায় আমার আইডিতে সমস্যা রয়েছে। পরবর্তীতে নির্বাচন অফিসে খোঁজ নিয়ে জানতে পারি হালনাগাদ ভোটার তালিকায় আমাকে মৃত দেখানো হয়েছে।


এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার মো. মোস্তফা কামাল বলেন, কি কারনে ভোটার তালিকা তাকে মৃত দেখানো হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত