বাগেরহাট ডায়াবেটিক হাসপাতালের নির্মান কাজ শীঘ্রই শুরু হবে

স্টাফ রিপোর্টার

আপডেট : ১০:৫৯ পিএম, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১ | ৫১০

বাগেরহাট ডায়াবেটিক সমিতির নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্টিত হয়েছে। শালতলাস্থ সমিতির মিলনায়তনে বৃহস্পতিবার রাতে সমিতির সভাপতি অধ্যাপক মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে অনুষ্টিত সভায় জেলা প্রশাসক ও বাগেরহাট ডায়াবেটিক সমিতির প্রধান পৃষ্টপোষক আনম ফয়জুল হক, সদর উপজেলার নির্বাহী অফিসার মোচ্ছাবেরুল ইসলাম, প্রাক্তন সংসদ সদস্য ও সমিতির সাবেক সভাপতি এ্যাড: মীর শওকাত আলী বাদশা, প্রাক্তন সাধারণ সম্পাদক এ্যাড: মাহফুজুর রহমান লাহু উপস্থিত ছিলেন।

এছাড়া কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি ডা: মোর্শারফ হোসেন ও এ্যাড: হাই, সাধারণ সম্পাদক কাজী মুকিত ঝন্টু, যুগ্ম-সম্পাদক শহিদুল করিম শহিদ, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান, সদস্য ফরিদা আক্তার বানু, প্রফেসর শেখ মোস্তাহিদুল আলম রবি, স্বপন কুমার বসু, শেখ মোয়াজ্জেম হোসেন মজনু, শাজাহান মিনা, এ্যাড: আনোয়ারুজ্জামান হুসি, মহিতুল ইসলাম ও বাবুল সরদার উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক আনম ফয়জুল হক যথাশীঘ্র বাগেরহাট ডায়াবেটিক হাসপাতালের নির্মান কাজ শুরুর ওপর গুরুত্ব দেন। একই সাথে সমিতির উদ্যোগে ডায়াবেটিক রোগী শনাক্তে ফ্রি-ডায়াবেটিক ক্যাম্প করার আহব্বান জানান। তাঁর এ মতের সাথে উপস্থিত সকলে একমত পোষন করেন। নিয়মিত ফ্রি-ডায়াবেটিক ক্যাম্প ও দ্রুত ডায়াবেটিক হাসপাতালের নির্মান কাজ শুরুর সিদ্ধান্ত হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত