মোরেলগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা

মেহেদী হাসান লিপন,মোরেলগঞ্জ

আপডেট : ০৮:৪২ পিএম, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১ | ১৩০০

বাগেরহাটের মোরেলগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে সোমবার বিকেলে খাউলিয়ার ইউনিয়নে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সন্ন্যাসী মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল হাই খানের সমর্থক গোষ্ঠি ও ইউনিয়নবাসীর আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আ. ওয়াদুদ ফরাজী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আব্দুল হাই খান।

সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাষ্টার নজরুল ইসলাম, ইউপি মালেক তালুকদার, দেলোয়ার ফকির, ইউপি সদস্য যুবলীগ নেতা মো. মিলন হাওলাদার, ছাত্রলীগ নেতা মুকুল ফরাজী, তাঁতীলীগ নেতা মাসুদ শেখ, তাতীঁ লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রাউফুন ইসলাম অভি সহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।

এর আগে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মীরা বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে সন্ন্যাসী বাজার প্রদক্ষিণ শেষে সন্ন্যাসী মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে সমাবেশ হয়। মিছিলে মিছিলে বাদ্যযন্ত্র ও বাঁশির সুরে সুরে হাজারো জনতার মাঠ কানায় কানায় ভরে উঠে। এক সময়ে সভাটি জনসমুদ্রে রুপান্তিত হয়।

সভায় বক্তারা বলেন, আসন্ন ইউপি নির্বাচনে খাউলিয়াবাসী নৌকার মাঝি হিসেবে এ আর খান ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই খানকে দেখতে চায়। দুর্নীতি মুক্ত একটি মডেল ইউনিয়ন হিসেবে রুপান্তিত করতে হলে তারই নেতৃত্ব প্রয়োজন বলে সমাবেশে দাবী করেন নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত