মোরেলগঞ্জে ১ম দিনে করোনার টিকা নিয়েছেন ৭৬ জন

মেহেদী হাসান লিপন, মোরেলগঞ্জ (বাগেরহাট)

আপডেট : ০৬:৫৭ পিএম, রোববার, ৭ ফেব্রুয়ারী ২০২১ | ১৩৩৪

সারাদেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জে কোভিট-১৯ টিকা প্রদান কর্মসূচির উদ্ধোধনী দিনে অনলাইন তালিকাভূক্ত ৭৬ জন টিকা গ্রহন করেছেন।

রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ টিকাদান কর্মসূচি সফল করার লক্ষ্যে সকাল ১০টায় কমপ্লেক্স চত্ত্বরে দুটি বুথে এ টিকা প্রদান করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, স্বাস্থ্যমন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণার পরেই উপজেলায় এ কার্যক্রম দুটি বুথে শুরু হয়েছে। অনলাইনে এ পর্যন্ত ২৭৬ জন রেজিষ্ট্রেশন করেছে। ১মদিনে ৭৬ জন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ টিকা গ্রহন করেছেন। বাকিরা পর্যায়ক্রমে গ্রহন করবে। ২৮দিন পরে দ্বিতীয় রাউন্ডে টিকা তারা পাবেন। স্বতুঃফুর্তভাবে সকলে টিকা গ্রহন করছে।

টিকা গ্রহনকারী থানার এসআই আব্দুল কাদের, জাহাঙ্গীর হোসেন, কাজল রঞ্জন ঘোষ, মতিউর রহমান বলেন, এ টিকা গ্রহন করে তারা কোন পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করছেন না।

উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, কোভিট-১৯ টিকা গ্রহনে তিনি রেজিষ্ট্রেশন করেছেন। প্রথমে কোভিটের সাথে সংশ্লিষ্টরা এ টিকা পাবেন । পর্যায়ক্রমে সকলেই রেজিষ্ট্রেশনের আওতায় আসবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত