চিতলমারীতে ছাত্রীদের আত্মরক্ষার প্রশিক্ষণ সমাপ্ত

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ১১:৩৫ পিএম, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০ | ৭৩৩

চিতলমারী উপজেলা প্রশাসনের আয়োজনে মেয়েদের আত্মরক্ষার কৌশল প্রথম পর্বের প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম এ প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করেন।

উপজেলা পরিষদ মিলনায়তনে একশ মেধাবী শিক্ষার্থী এই প্রশিক্ষণে অংশগ্রহণ গ্রহন করে। পর্যায়ক্রমে এক হাজার ছাত্রীকে এ প্রশিক্ষণ প্রদান করা হবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, মাধ্যমিক একডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না।

অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত