তালায় শিশু-কিশোরদের ফিচার লিখন কর্মশালা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

আপডেট : ০৭:১৮ পিএম, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০ | ৫৪২

তালায় শিশু-কিশোরদের অংশগ্রহণে দিনব্যাপী ফিচার লিখন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ ডিসেম্বর) তালা সদর ইউনিয়ন পরিষদ হলরুমে তালা প্রেসক্লাবের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা বন্ধু’ ও মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল দ্য এডিটরস এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় ফিচার লেখা নিয়ে প্রশিক্ষণার্থীদের ধারণা দেন দৈনিক ইত্তেফাকের তালা উপজেলা প্রতিনিধি গাজী জাহিদুর রহমান ও দ্য এডিটরস এর নির্বাহী সম্পাদক তানজির কচি। প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলুর সভাপতিত্বে ও কোর্স কো-অর্ডিনেটর এসএম নাহিদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, দ্য এডিটরস এর ভিডিও এডিটর রিজাউল করিম ও তালা প্রতিনিধি ইলিয়াস হোসেন। উক্ত প্রশিক্ষণে ২৫জন শিশু-কিশোর অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে লেখালেখি বিশেষভাবে সহায়ক। সেজন্য এই ফিচার লিখন কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত