নারীর প্রতি সহিংসতা, হত্যা ও ধর্ষণের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৬:০৫ পিএম, রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২০ | ৮০০

সাভারের নীলা রায় হত্যা, আদিবাসী কিশোরী ও এমসি কলেজে গৃহবধুকে ধর্ষণের প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাগেরহাট মহিলা পরিষদের আয়োজনে রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, মহিলা পরিষদ বাগেরহাট শাখার সাধারণ সম্পাদক এ্যাড. পারভীন আহমেদ, পৌর কাউন্সিলর তানিয়া খাতুন, নারী নেত্রী তহুরা বেগম, মিনুয়ারা, ঝিমি মন্ডল, শিল্পি আক্তারসহ আরও অনেকে।

বক্তারা বলেন, দেশে প্রতিনিয়ত ধর্ষণ. হত্যা ও নারী নির্যাতনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি সাভারের নীলা রায়কে হত্যা, খাগড়াছড়িতে প্রতিবন্ধী আদিবাসী কিশোরীকে ধর্ষণ ও এমসি কলেজে স্বামীকে বেধে রেখে গৃহবধুকে ধর্ষণ উদ্বেগেরে জন্ম দিয়েছে। ধর্ষক নারী নির্যাতনকারীদের উপযুক্ত বিচারের অভাবে দেশে এ ধরণের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। নারীরা আজ কোথাও নিরাপদ নেই, রাস্তায় ঘুরে বেড়ানো পাগলও ধর্ষিত হচ্ছে। অতিদ্রুত সময়ের মধ্যে সকল ধর্ষকদের বিচার দাবি করছি। প্রয়োজনে ধর্ষণকারীকে ক্রস ফায়ার দেওয়ার দাবি জানান নারী নেত্রীরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত