ফকিরহাটে করোনা প্রতিরোধে স্থায়ী ৫টি স্থায়ী হাত ধোয়ার স্থান উদ্বোধন

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৪:৩৬ পিএম, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০ | ৬০৭

ফকিরহাটে করোনা প্রতিরোধে হাইসাওয়া নামক একটি বেসরকারি সংস্থা ৫টি স্থায়ী হাতধোয়ার স্থান নির্মান করেছে।বুধবার দুপুরে ফকিরহাট উপজেলা সদরের ডাকবাংলা মোড়ে স্থাপন করা হাতধোয়ার স্থান উদ্বোধন করেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাস।উপজেলা সদরে প্রবেশ পথ মুখে স্থায়ীভাবে হাত ধোয়ার স্থান নির্মান হওয়ায় প্রতিদিন শতশত মানুষ হাত ধোয়ার সুযোগ পেলো।

এসময় ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর রহমান, ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিরিন আক্তার কিসলু, হাইসাওয়ার প্রোগ্রাম অফিসার এমডি মাহবুব রশীদ, সরফরাজ আহমেদ খান, এমআইএস অফিসার চৌধুরী নওরেজ আব্দুল্লাহ, হাইসাওয়া জার্মান প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী বুলু চাকলাদারসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

করোনা প্রতিরোধে ডাকবাংলার মোড়সহ ফকিরহাট উপজেলার বিভিন্ন প্রবেশ পথে ৫টি স্থায়ী হাত ধোয়ার স্থান নির্মান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা হাইসাওয়া। প্রধান অতিথি বলেন, করোনা প্রতিরোধে হাত ধোয়া ও মাস্ক ব্যবহার অবশ্যই প্রয়োজনীয় একটি নিয়মিত কাজ হয়ে দাড়িয়েছে। আমরা সকলে সচেতন হলে করোনা প্রতিরোধ করা সম্ভব হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত