শরণখোলায় করোনায় মারা গেলেন শ্রমিকলীগ নেতা

মহিদুল ইসলাম, শরণখোলা

আপডেট : ১০:৩৯ পিএম, সোমবার, ১৩ জুলাই ২০২০ | ১১৪২

করোনা পজিটিভ রিপোর্ট আশার একদিন পরেই মারা গেলেন বাগেরহাটের শরণখোলা উপজেলা শ্রমিকলীগের সহসভাপতি মো. আবুল কাশেম খলিফা (৫৫)। সোমবার সন্ধ্যা পৌনে ৬টার সময় উপজেলা সদরের রায়েন্দা পাঁচরাস্তা মোড়ের নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত আ. রহিম খলিফার ছেলে কাশেম খলিফা উপজেলা শ্রমিকলীগের বর্তমান কমিটির সহসভাপতি ছিলেন।

শরণখোলায় করোনা আক্রান্ত হয়ে তিনিই প্রথম মৃত্যুবরণকারী। তাঁর গোসল, জানাজা, দাফন-কাফনের জন্য চরমোনাই পিরের দল ইসলামী আন্দোলনের সেচ্ছাসেবক কমিটি দায়িত্ব নিয়েছে। কমিটির সভাপতি মাওলানা কামাল হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা মুসা সাইফীসহ সাত সদস্যের একটি টিম এই সৎকারে অংশ নিয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কাশেম খলিফা গত ৭ জুলাই জ্বর ও সর্দি-কাশি নিয়ে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক তাঁর নমুনা সংগ্রহ করে খুলনা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠালে রবিবার তার পজিটিভ রিপোর্ট আসে। পরেরদিন সন্ধ্যায় তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, কাশেম খলিফা আক্রান্ত হওয়ার পরে তার পরিবারের লোকজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এছাড়া, যারা তাঁর সংম্পর্শে এসেছেন তাদের নমুনাও সংগ্রহ করা হবে।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, করোনায় মৃত ব্যক্তির বাড়িটি লকডাউন করা হয়েছে। তাঁর গোসল, জানাজা, দাফনকাফনের জন্য করোনা শরণখোলা সেচ্ছাসেক কমিটি ব্যবস্থা গ্রহন করেছে। রাতেই তাঁর লাশ রায়েন্দা ইউনিয়নের উত্তর তাফালবাড়ি গ্রামের বাড়িতে দাফন করা হবে।


শরণখোলায় করোনায় মারা গেলেন শ্রমিকলীগ নেতা

মহিদুল ইসলাম, শরণখোলা
করোনা পজিটিভ রিপোর্ট আশার একদিন পরেই মারা গেলেন বাগেরহাটের শরণখোলা উপজেলা শ্রমিকলীগের সহসভাপতি মো. আবুল কাশেম খলিফা (৫৫)। সোমবার সন্ধ্যা পৌনে ৬টার সময় উপজেলা সদরের রায়েন্দা পাঁচরাস্তা মোড়ের নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত আ. রহিম খলিফার ছেলে কাশেম খলিফা উপজেলা শ্রমিকলীগের বর্তমান কমিটির সহসভাপতি ছিলেন।

শরণখোলায় করোনা আক্রান্ত হয়ে তিনিই প্রথম মৃত্যুবরণকারী। তাঁর গোসল, জানাজা, দাফন-কাফনের জন্য চরমোনাই পিরের দল ইসলামী আন্দোলনের সেচ্ছাসেবক কমিটি দায়িত্ব নিয়েছে। কমিটির সভাপতি মাওলানা কামাল হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা মুসা সাইফীসহ সাত সদস্যের একটি টিম এই সৎকারে অংশ নিয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কাশেম খলিফা গত ৭ জুলাই জ্বর ও সর্দি-কাশি নিয়ে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক তাঁর নমুনা সংগ্রহ করে খুলনা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠালে রবিবার তার পজিটিভ রিপোর্ট আসে। পরেরদিন সন্ধ্যায় তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, কাশেম খলিফা আক্রান্ত হওয়ার পরে তার পরিবারের লোকজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এছাড়া, যারা তাঁর সংম্পর্শে এসেছেন তাদের নমুনাও সংগ্রহ করা হবে।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, করোনায় মৃত ব্যক্তির বাড়িটি লকডাউন করা হয়েছে। তাঁর গোসল, জানাজা, দাফনকাফনের জন্য করোনা শরণখোলা সেচ্ছাসেক কমিটি ব্যবস্থা গ্রহন করেছে। রাতেই তাঁর লাশ রায়েন্দা ইউনিয়নের উত্তর তাফালবাড়ি গ্রামের বাড়িতে দাফন করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত