চুলকাঠিতে নতুন ১জন করোনা রোগী শনাক্ত, বাড়ি লকডাউন

চুলকাঠি প্রতিনিধি

আপডেট : ০৬:২৯ পিএম, শনিবার, ৪ জুলাই ২০২০ | ৭৫০

বাগেরহাটের চুলকাঠিতে আরও একজন করোনা রোগী সনাক্ত হয়েছে। বাগেরহাট সদর হাসপাতাল থেকে মেডিকেল টিম এসে বাড়িটি লক ডাইন করেছে। জানা যায়, বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের চুলকাঠি সোনাডাংগা গ্রামের মৃত সৈয়দ আলী বিশ্বাসের ছেলে প্রকৌশলী সবুজ বিশ্বাস ( বাবু) ঢাকা গাজীপুরে একটি বেসরকারী কোম্পানী চাকুরী করে। গত ২৭ জুন সে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিল। তার গলায় ব্যাথা রয়েছে। সে ঢাকা থেকে বাড়ি এসে কোয়ারেনটাইনে রয়েছে। করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে বলে তাকে মোবাইলে জানানো হয়। তখন সে নিজের , পরিবারের ও এলাকার নিরাপত্তার কথা বিবেচনা করে নিজেই বাড়িতে নিরাপদে অবস্থান করে।

খবর পেয়ে চুলকাঠি তদন্তকেন্দ্রের পুলিশ বাড়িটি লক ডাইন করে বাড়ির সামনে লাল পতাকা টানিয়ে দেয়। পরে বাগেরহাট সিভিল সার্জন অফিসের ভ্রাম্যমান মেডিকেল টিম এসে বাড়িটি লক ডাউন করে। ভ্রাম্যমান মেডিকেল টিমের মেডিকেল অফিসার বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, ২৭ জুন তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। তাই তাদের বাড়িটি লক ডাউন করা হয়েছে। বাগেরহাট সিভিল সার্জন কেএম হুমায়ুন কবির বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, করোনা পজেটিভের খবর পেয়ে মেডিকেল টিম তাদের বাড়িটি লক ডাউন করে দিয়েছে। এর আগে চুলকাঠি গ্রামে কালাম চেয়ারম্যান ( প্রাক্তন) এর বাড়ির ভাড়াটিয়া কিরণ জয় দত্ত নামের এক ব্যক্তির করোনা পজিটিভ পাওয়া গিয়েছিল ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত