করোনা ভাইরাস বিষয়ে সচেতন করতে বাগেরহাটে লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৬:৫৬ পিএম, বুধবার, ১১ মার্চ ২০২০ | ৬৮০

বাগেরহাট করোনা ভাইরাস বিষয়ে সচেতন করতে গণমানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট জেলা তাতী লীগের উদ্যোগে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, আদালত চত্বর ও দূরপাল্লার বাসের যাত্রীদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।

এসময় বাগেরহাট জেলা তাতী লীগের আহবায়ক এ বাকী তালুকদারের নেতৃত্বে সদস্য সচিব এ্যাড. ইফতেখারুল ইসলাম রানা, তাতী লীগ নেতা জাহিদুল ইসলাম, সজিবসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাগেরহাট জেলা তাতী লীগের আহবায়ক এ বাকী তালুকদার বলেন, দেশে করোনা ভাইরাস আক্রন্ত রোগী সনাক্তের পর থেকে আতঙ্কে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষ। কেউ কেউ এই ভাইরাসকে ব্যবসার মাধ্যম হিসেবে নিয়েছে। এত কিছু চিন্তা না করে শুধু মাত্র সচেতনতার মাধ্যমেই ভাইরাস থেকে বাঁচা সম্ভব। অনাকাঙ্খিত চিন্তাভাবনা ও মানুষকে সচেতন করতে আমাদের এই আয়োজন। এ পর্যন্ত আমরা ৩০ হাজার লিফলেট বিতরণ করেছি। জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে সচেতনতা মূলক প্যানা টানিয়েছি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত